রংপুরের পীরগঞ্জে ৪৭০পিচ প্যাথেডিন ইনজেকশন আটক ।
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে চতরা কলেজ পাড়ায় ৪৭০পিচ প্যাথেডিন ইনজেকশন বহন করার সময় এক শিশু কে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তি¡তে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্রের নির্দেশে এসআই সুদীপ্ত শাহিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চতরা ইউনিয়নের চতরা কলেজ পাড়া থেকে টেলিভিশনে ভিতরে করে নেশাদ্রব্য প্যাথেডিন বহন করার সময় মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামের শিশুপত্র মোক্তারুল (১৪) কে গ্রেফতার করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-২৩ তারিখঃ২৩.০২.২০২০ইং